Go Back to All Articles এমন কিছু বই যা সব প্রোগ্রামারের পড়া উচিৎ

অনেকেই হয়তো ভাবেন প্রোগ্রামিং শিখতে হলে কোন মতে এক দুইটা বই পড়ে কোন একটা প্রোগ্রামিং ভাষা শিখে নিয়েই হয়। যারা মাত্র শুরু করেছেন, তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু আপনাকে জানতে হবে যে এই পেশায় উন্নতি করতে হলে আপনাকে অনেক বই পড়তে হবে। আমাদের দেশের প্রোগ্রামারদের কোড করায় যত আগ্রহ, পড়ায় ও শিখায় তত আগ্রহ দেখা যায় না। আর তাই তাদের ক্যারিয়ার অল্প দিনেই শেষ হয়ে যায়।

একটা কথা চিন্তা করতে হবে যে, ৫ বছর পর আপনার বেতন প্রথম বছরের সমান থাকবে না। যদি আপনি জুনিয়র অবস্থায় যেমন কোড করতেন, এখনও তাই করেন, তাহলে আপনাকে বেশি বেতন দিয়ে লাভ কি? আপনাকে ভাল ও জটিল সফটওয়্যার ডিজাইন করা শিখতে হবে, টিম পরিচালনা করা শিখতে হবে, আরও অনেক কিছু। ৩-৪ বছর পর যদি আপনি কোড করতেই বেস্ত থাকেন তাহলে এটা একটা চিন্তার বিষয়। আর তাই নিজের দক্ষতা বৃদ্ধি করার জন্য নিচের বইগুলো অনেক সাহায্য করতে পারে। এই বইগুলো সারা বিশ্বে বহুল পরিচিত, জাঁদরেল সব লেখকের বই। একটা পড়ে না বুঝলে অন্যটা পড়ুন, পড়তে থাকুন, বার বার পড়ুন। ভবিষ্যৎ গড়তে হলে কষ্ট তো কিছু করতেই হবে, তাইনা?

  • The Pragmatic Programmer: From Journeyman to Master
  • The Mythical Man-Month: Essays on Software Engineering
  • Refactoring: Improving the Design of Existing Code
  • Clean Code: A Handbook of Agile Software Craftsmanship
  • Design Patterns: Elements of Reusable Object-Oriented Software
  • Working Effectively with Legacy Code
  • Head First Design Patterns
  • Domain-Driven Design: Tackling Complexity in the Heart of Software
  • Programming Pearls
  • Test Driven Development: By Example
  • Patterns of Enterprise Application Architecture
  • Introduction to Algorithms
  • Peopleware: Productive Projects and Teams

মোঃ জালাল উদ্দিন,

প্রতিষ্ঠাতা ও সিইও, ডেভস্কিল.কম

Share with Your Friends